প্রতিশ্রুত সেবা সমুহঃ
ক্র.নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল) |
|
১ |
দেশের সর্বত্র সরকার নির্ধারিত মূল্যে সঠিক পরিমাপে মানসম্মত পেট্রোলিয়াম পণ্য নিরবচ্ছিন্নভাবে সরবরাহ ও বিক্রয় নিশ্চিতকরণ। |
সরকার/বিপিসি’র পলিসি অনুযায়ী ডিলার (পেট্রোল পাম্প)/ এজেন্সী/ প্যাক পয়েন্ট ডিলার নিয়োগের মাধ্যমে। |
কোম্পানির প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক অফিসসমূহে পাওয়া যায়। |
সরকার নির্ধারিত মূল্যে অগ্রিম পরিশোধ সাপেক্ষে এবং চুক্তি অনুযায়ী বাকীতে পণ্য সরবরাহ। |
ক্রেতার চাহিদানুযায়ী |
রেজা মোঃ রিয়াজউদ্দিন জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোবাইল ফোনঃ ০১৯৫৯-৯২৯০০১ ইমেইল:gmmarketingctgmpl@gmail.com মোঃ মুসলিম উদ্দীন চৌধুরী ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মোবাইল ফোনঃ ০১৭১৪-০৮০৮০৬ ইমেইল:dgm-sales@mpl.gov.bd মোঃ ওমর ফারুক মিয়াজি এ্যাসিষ্ট্যাণ্ট জেনারেল ম্যানেজার, চট্টগ্রাম রিজিওন্যাল অফিস, চট্টগ্রাম। মোবাইল ফোন: ০১৯৫৯৯২৯০০৪ ইমেইল:mplagmctg@gmail.com মোঃ আহসানুল আমিন এ্যাসিষ্ট্যাণ্ট জেনারেল ম্যানেজার, ঢাকা রিজিওন্যাল অফিস, ঢাকা। মোবাইল ফোন: ০১৯৫৮০৫০৭০৩ ইমেইল:agmsalesmpldhaka@gmail.com এস. এম. জিয়াউর রহমান ম্যানেজার(সেলস) ইনচার্জ, রিজিওন্যাল অফিস, খুলনা মোবাইল ফোন: ০১৭০৮৪৯৩২২৮ ইমেইল:agmkhulnampl@gmail.com এস.এম. হাবিবুল্লাহ এ্যাসিস্ট্যাণ্ট জেনারেল ম্যানেজার, ইনচার্জ রিজিওন্যাল অফিস, বগুড়া মোবাইল ফোন: ০১৭০৮৪৯৩২২৫ ইমেইল:mplagmbogra@gmail.com |
|
২ |
যানবাহনের ইঞ্জিনের সুরক্ষার স্বার্থে আন্তর্জাতিক মানের লুব্রিকেন্টস্ সরবরাহ ও বিক্রয় নিশ্চিতকরণ। |
ডিলার (পেট্রোল পাম্প)/ এজেন্সী/ প্যাক পয়েন্ট ডিলার/ লুব ডিলার নিয়োগের মাধ্যমে। |
কোম্পানির প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক অফিসসমূহে পাওয়া যায়। |
অগ্রিম মূল্য পরিশোধ সাপেক্ষে পণ্য সরবরাহ। |
ক্রেতার চাহিদানুযায়ী |
||
৩ |
এলপি গ্যাসবিক্রয় (সিলিন্ডার সহ) |
সরকার/বিপিসি’র পলিসি অনুযায়ীএলপিজি ডিলার নিয়োগের মাধ্যমে। |
কোম্পানির প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক অফিসসমূহে পাওয়া যায়। |
সরকার নির্ধারিত মূল্যে অগ্রিম পরিশোধ সাপেক্ষে এবং চুক্তি অনুযায়ী বাকীতে পণ্য সরবরাহ। |
ক্রেতার চাহিদানুযায়ী |
||
৪ |
ডাইরেক্ট বিজনেস এর মাধ্যমে সকল প্রকার পেট্রোলিয়াম পণ্য ও লুব অয়েল সরবরাহ ও বিক্রয় নিশ্চিতকরণ। |
সরকার/বিপিসি’র পলিসি অনুযায়ীপ্রতিরক্ষা বাহিনী,আধা-সামরিক বাহিনী, রেলওয়ে, পিডিবি, বন্দর, সিটি কর্পোরেশন সহ সকল সরকারী বেসরকারী ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে সরাসরি পণ্য বিক্রয়। |
কোম্পানির প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক অফিসসমূহে পাওয়া যায়। |
সরকার নির্ধারিত মূল্যে অগ্রিম পরিশোধ সাপেক্ষে এবং চুক্তি অনুযায়ী বাকীতে পণ্য সরবরাহ।
|
ক্রেতার চাহিদানুযায়ী |
||
৫ |
গ্রাহক ও ভোক্তা পর্যায়ে পেট্রোলিয়াম পণ্য ও লুব্রিকেণ্টস সম্পর্কে জন-সচেতনতা তৈরী করা হয়। |
সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে। |
কোম্পানি কর্তৃক পরিচালিত। |
বিনামূল্যে |
সরাসরি |
||
৬ |
পেট্রোলিয়াম পণ্যের মান যাচাই। |
ভিজিলেন্স টিমের মাধ্যমে ফিলিং স্টেশন/এজেন্ট/প্যাক পয়েন্ট ডিলার হতে পেট্রোলিয়াম পণ্যের নমুনা সংগ্রহ, গুণগতমান পরীক্ষা, পরিমাপ যাচাইকরণ ইত্যাদি। |
কোম্পানি কর্তৃক পরিচালিত। |
বিনামূল্যে |
সরাসরি |
||
৭ |
কারিগরী পরামর্শ প্রদান। |
লুব অয়েলের প্রয়োগবিধি, টেস্টিং, কলকারখানায় সংরক্ষণ পদ্ধতি ও এ সংক্রান্ত উদ্ভূত সমস্যার সমাধান। |
কোম্পানি কর্তৃক পরিচালিত। |
বিনামূল্যে |
সরাসরি |
||
৮ |
মেরিন লুব বিক্রয় |
বিপি মিডল ইস্ট, ইউএইএবং লুকঅয়েল মেরিন লুব্রিকেন্টসইউএই হতে পণ্য সরবরাহের তথ্য প্রাপ্তি সাপেক্ষে অনুমোদিত দেশী, বিদেশী/বিদেশগামী জাহাজে সরবরাহ করা হয়। |
কোম্পানির প্রধান স্থাপনাগার, গুপ্তখাল, পতেঙ্গা, চট্টগ্রাম। |
কমিশনের ভিত্তিতে মেরিন লুব সরবরাহ করা হয়। |
সরাসরি |
মোঃ আবুল মেরাজ এ্যাসিস্ট্যাণ্ট জেনারেল ম্যানেজার, এম আই মোবাইল ফোন: ০১৭১১৮০৯০১৩ ইমেইল:agmmi.mpl@gmail.com মো: রাশেদ-উল-আলম ডেপুটি ম্যানেজার (শিপিং, ডিউটি এন্ড ক্লেইম) মোবাইল ফোন: ০১৭১৪০৮০৮০৮ ইমেইল:rashedmpl@gmail.com |
|
৯ |
কর্মকর্তা নিয়োগ |
বিপিসিপ্রণীত কর্মকর্তা নিয়োগনীতিমালা/বিধিমালা অনুযায়ী মন্ত্রণালয়, সংস্থা ও কোম্পানির প্রতিনিধির সমন্বয়ে গঠিত নিয়োগ কমিটির সুপারিশ ও পরবর্তীতে কোম্পানি পরিচালক পর্ষদ এর অনুমোদন ক্রমে কর্মকর্তা নিয়োগ করা হয়। |
আবেদনপত্রের সাথেশিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র সহ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হয়। বহুল প্রচারিত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । |
বিনামূল্যে/নির্ধারিত ফি ডিডি/পে-অর্ডারের মাধ্যমে |
নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। |
মোহাম্মদ ইনাম ইলাহী চৌধুরী জেনারেল ম্যানেজার (এইচআর) মোবাইল ফোন: ০১৭৭৭৭৭৪৬৯৪ ইমেইল:inammpl@yahoo.com
|
|
১০ |
কর্মচারী/শ্রমিক নিয়োগ |
কোম্পানি পরিচালনা পর্ষদের নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়, সংস্থা ও কোম্পানির প্রতিনিধির সমন্বয়ে গঠিত নিয়োগ কমিটির সুপারিশ ও পরবর্তীতেকোম্পানি পরিচালক পর্ষদ এর অনুমোদন ক্রমে কর্মচারী/শ্রমিক নিয়োগ করা হয়। |
আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র সহ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হয়। বহুল প্রচারিত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । |
বিনামূল্যে/নির্ধারিত ফি ডিডি/পে-অর্ডারের মাধ্যমে |
নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। |
প্রাতিষ্ঠানিক সেবাঃ
ক্র. নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল) |
১ |
ডিলার (ফিলিং স্টেশন) নিয়োগ |
আগ্রহী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদনপত্র গ্রহণের পর সরকার প্রণীত গেজেটের আলোকে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্তৃক সাইট পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রস্তুত করা হয়। উক্ত প্রতিবেদনে ফিলিং স্টেশন স্থাপন সংক্রান্ত নীতিমালার সাথে সংগতিপূর্ণ প্রস্তাব থাকলে কোম্পানির পরিচালক পর্ষদ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। পরিচালক পর্ষদের অনুমোদনের ভিত্তিতে চূড়ান্ত অনুমোদনের জন্য বিপিসি-তে প্রেরণ করা হয়। সংস্থা কর্তৃক অনুমোদন প্রদানের তারিখ থেকে ০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে কোম্পানি কর্তৃক প্রচলিত বিধিবিধানের আওতায় লেটার অব ইনটেন্ট (LOI )প্রদান করা হয়। সংস্থার চৃড়ান্ত অনুমোদনের দেড় বছরের মধ্যে নকঁশা অনুযায়ী নির্মাণ কাজ সম্পাদন পূর্বক স্থানীয় জেলা প্রশাসক হতে অনাপত্তি সনদ গ্রহণ, পেট্রোলিয়াম মজুদ লাইসেন্স গ্রহণ, পরিবেশ ছাড়পত্র, ফায়ার লাইসেন্স এবং সড়ক ও জনপদ বিভাগ হতে প্রয়োজনীয় অনুমতি গ্রহণসহ ফিলিং স্টেশনটি বাণিজ্যিকভাবে চালুর জন্য কোম্পানি বরাবরে আবেদনের প্রেক্ষিতে ডিলারশীপ নিয়োগপত্র প্রদান করা হয়। ডিলারশীপ প্রদানকালীন সময়ে কোম্পানি ও ফিলিং স্টেশন মালিকের সাথে রিটেল ডিলারশীপ চুক্তিনামা সম্পাদন করা হয়। |
আগ্রহী প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতার সনদ, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট (বিগত দুই বছরের প্রতি বছর কমপক্ষে৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) ব্যক্তি পর্যায়ে আয়কর প্রদানের তথ্য সম্বলিত আয়কর বিভাগের প্রত্যয়নপত্র), সাইট প্লান, ১০ কপি লে-আউট প্লান, মৌজা ম্যাপ, প্রস্তাবিত জমির দলিলের সত্যায়িত কপি, আবেদনকারীর সত্যায়িত ছবি, নাগরিকত্ব সনদের কপি এবং চাহিত সকল ডকুমেণ্টস্/তথ্য সহকারে ব্যবস্থাপনা পরিচালক বরাবরে আবেদন করতে হয়।সিটি কর্পোরেশন বা জেলা শহর এবং পৌর এলাকায় প্রস্তাবিত ফিলিং স্টেশন প্রাঙ্গণের সম্মুখভাগের দৈর্ঘ্য ন্যুনতম ২৫ মিটার এবং জমির পরিমাণ ন্যুনতম ২৬ শতক হতে হবে। সড়ক বা মহাসড়ক, অনুমোদিত বাস বা ট্রাক টার্মিনাল এবং ফেরিঘাট এলাকায় প্রস্তাবিত ফিলিং স্টেশন প্রাঙ্গণের সম্মুখভাগের দৈর্ঘ্য ন্যুনতম ৪৫ মিটার এবং জমির পরিমাণ ন্যুনতম ৫০ শতক হতে হবে। |
ডিলার (ফিলিং স্টেশন) এর ক্ষেত্রেডিডি/পে-অর্ডারের মাধ্যমে ৩.০০ লক্ষ টাকা জামানত হিসেবে গ্রহণ করা হয়।
|
ক) আবেদনপত্র প্রাপ্তির পর মাঠ পর্যায়ের কর্মকর্তার মাধ্যমে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে হেড অফিসে প্রতিবেদন পেশ করা হয়।
খ) মাঠ পর্যায়ের কর্মকর্তার প্রতিবেদন ফিলিং স্টেশন স্থাপনের অনুকূলে না হলে তা ১৫ (পনের)দিনের মধ্যে আবেদনকারীকে অবহিত করা হয়। গ) প্রতিবেদন ফিলিং স্টেশন স্থাপনের অনুকূলে হলে ৩০ (ত্রিশ)দিনেরমধ্যে কোম্পানির পরিচালক পর্ষদ সভায় উপস্থাপন করা হয়। ঘ) পরিচালক পর্ষদের অনুমোদনের পর দ্রুততম সময়ে চুড়ান্ত অনুমোদনের জন্য বিপিসিতে প্রেরণ করা হয়। |
রেজা মোঃ রিয়াজউদ্দিন জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোবাইল ফোনঃ ০১৯৫৯-৯২৯০০১ ইমেইল:gmmarketingctgmpl@gmail.com
মোঃ মুসলিম উদ্দীন চৌধুরী ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মোবাইল ফোনঃ ০১৭১৪-০৮০৮০৬
ইমেইল:dgm-sales@mpl.gov.bd
মোঃ ওমর ফারুক মিয়াঁজি এ্যাসিস্ট্যাণ্ট জেনারেল ম্যানেজার, চট্টগ্রাম রিজিওন্যাল অফিস, চট্টগ্রাম। মোবাইল ফোন: ০১৯৫৯-৯২৯০০৪ ইমেইল:mplagmctg@gmail.com
মোঃ আহসানুল আমিন এ্যাসিস্ট্যাণ্ট জেনারেল ম্যানেজার, ঢাকা রিজিওন্যাল অফিস, ঢাকা। মোবাইল ফোন: ০১৯৫৮-০৫০৭০৩ ইমেইল:agmsalesmpldhaka@gmail.com
এস.এম. জিয়াউর রহমান ম্যানেজার(সেলস) ইনচার্জ, রিজিওন্যাল অফিস, খুলনা মোবাইল ফোন: ০১৭০৮৪-৯৩২২৮ ইমেইল:agmkhulnampl@gmail.com
এস.এম. হাবিবুল্লাহ এ্যাসিস্ট্যাণ্ট জেনারেল ম্যানেজার, ইনচার্জ রিজিওন্যাল অফিস, বগুড়া মোবাইল ফোন: ০১৭০৮-৪৯৩২২৫ ইমেইল:mplagmbogra@gmail.com
|
২ |
এজেন্সী/প্যাক পয়েণ্ট ডিলার/ এলপিজি ডিলার নিয়োগ |
আগ্রহী প্রতিষ্ঠানের আবেদনপত্র গ্রহণের পর বিপিসি প্রণীত নীতিমালার আলোকে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্তৃক সাইট পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রস্তুত করা হয়। উক্ত প্রতিবেদন ডিলারশীপ প্রদানের অনুকূলে হলে জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এর সুপারিশক্রমে ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তার প্রতিবেদন ডিলারশীপ প্রদানের অনুকূলে না হলে তা ৭ (সাত)কর্ম দিবসের মধ্যে আবেদনকারীকে অবহিত করা হয়। |
আগ্রহী প্রতিষ্ঠানের ব্যাংক স্বচ্ছলতার সনদ, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট, পেট্রোলিয়াম মজুদ লাইসেন্স, সেলস পয়েণ্টের লে-আউট প্লান, আবেদনকারীর সত্যায়িত ছবি, নাগরিকত্ব সনদের কপি এবং চাহিত সকল ডকুমেণ্ট/ তথ্য সহকারে ব্যবস্থাপনা পরিচালক বরাবরে আবেদন করতে হয়। |
ক)এজেন্সী/ প্যাক পয়েণ্ট ডিলার এর জন্য সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকায় ৫০,০০০/- টাকা এবং অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে ৩০,০০০/- টাকা ডিডি/ পে-অর্ডারের মাধ্যমে জামানত হিসেবে গ্রহণ করা হয়। খ) এলপিজি ডিলার এর জন্য সকল ক্ষেত্রে ৫০,০০০/- টাকা ডিডি/ পে-অর্ডারের মাধ্যমে জামানত হিসেবে গ্রহণ করা হয়। |
ক) আবেদনপত্র প্রাপ্তির পর মাঠ পর্যায়ের কর্মকর্তার মাধ্যমে ৩০ (ত্রিশ)দিনের মধ্যে প্রধান কার্যালয়ে প্রতিবেদন পেশ করা হয়।
খ) মাঠ পর্যায়ের প্রতিবেদন ডিলারশীপ প্রদানের অনুকূলে হলে ৩০ (ত্রিশ)দিনের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক ডিলার হিসেবে নিয়োগ পত্র প্রদান করা হয়। |
ক্রমিক নম্বর ১ এর অনুরুপ। |
অভ্যন্তরীণঃ
ক্র. নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল) |
১ |
পদোন্নতি |
কর্মকর্তা/ কর্মচারী/ শ্রমিকদের পদোন্নতির ক্ষেত্রে কোম্পানির পরিচালক পর্ষদ ও বিপিসি অনুমোদিত পদোন্নতি নীতিমালা অনুযায়ী শূণ্য পদে পদোন্নতি প্রদান করা হয়। কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে জেষ্ঠ্যতা, শিক্ষাগত যোগ্যতা, কর্মকাল ও চাকুরীর রেকর্ড/শৃঙ্খলাজনিত আচরণ মূল্যায়ন করা হয়। এছাড়া কর্মচারী/শ্রমিকদের ক্ষেত্রে জেষ্ঠ্যতা ও কর্মদক্ষতা মূল্যায়ন করা হয়। |
কর্মকর্তাদের ৩ বছর এবং শ্রমিক-কর্মচারীদের ৩ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন। |
বিনামূল্যে। |
সংশ্লিষ্ট পদে সুনির্দিষ্ট মেয়াদ পূর্তিতে। |
মোহাম্মদ ইনাম ইলাহী চৌধুরী জেনারেল ম্যানেজার(এইচআর) মোবাইল ফোন: ০১৭৭৭-৭৭৪৬৯৪ ইমেইল:inammpl@yahoo.com
|
২ |
অর্জিত/ নৈমিত্তিক/ অসুস্থতা/ দীর্ঘ মেয়াদী অসুস্থতা/ মাতৃত্বকালীন ছুটি |
কোম্পানির ছুটি বিধিমালা অনুসারে ছুটির অনুমোদন দেওয়া হয়। |
নির্দিষ্ট ছুটির ফরমে আবেদন পাওয়ার পর ছুটির অনুমোদন দেওয়া হয়। |
বিনামূল্যে। |
ছুটি অনুমোদনকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে। |
|
৩ |
বহিঃ বাংলাদেশ (অর্জিত/ শিক্ষা) ছুটি মঞ্জুর |
ক) কোম্পানির ছুটি বিধিমালা এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত বিদেশ ভ্রমণের অনুমতি সংক্রান্ত প্রজ্ঞাপন অনুসারে কর্মকর্তাদের ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সুপারিশক্রমে বিপিসি এবং মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ছুটি মঞ্জুর করা হয়। খ) শ্রমিক/ কর্মচারীদের ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সুপারিশক্রমে বিপিসি’র অনুমোদন সাপেক্ষে ছুটি মঞ্জুর করা হয়। |
সাদা কাগজে ছুটির আবেদন এবং অনুমোদিত অর্জিত ছুটি অনুমোদনের ফরম এর কপিসহ অন্যান্য চাহিত তথ্যাদির কপি।
|
বিনামূল্যে। |
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ /বিপিসি/ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে। |
|
৪ |
ভবিষ্য তহবিলে কোম্পানির অনুদান |
মেঘনা পেট্রোলিয়াম প্রভিডেণ্ট ফান্ড নীতিমালা অনুযায়ী কন্ট্রিবিউটারী সিষ্টেম এ কর্মকর্তা ও শ্রমিক/ কর্মচারীদের স্ব-স্ব মূল বেতনের ১০% হারে ভবিষ্য তহবিলে কোম্পানি কর্তৃক জমা করা হয়। |
নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। |
বিনামূল্যে। |
কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে চাকুরী ৩ মাস এবং শ্রমিকদের ক্ষেত্রে চাকুরী ৬ মাস সন্তোষজনক অতিবাহিত হলে ভবিষ্য তহবিলে সদস্য হন। |
|
৫ |
গ্র্যাচুইটি |
কর্মকর্তা ও শ্রমিক/ কর্মচারীদের চাকুরীকাল শেষে তারা কোম্পানির গ্র্যাচুইটি নীতিমালা অনুযায়ী সুবিধা পেয়ে থাকে। |
কোম্পানি কর্তৃক পরিশোধিত হয়। |
চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। |
স্বল্পতম সময়ের মধ্যে। |
|
৬ |
গৃহ নির্মাণ স্কীম |
কর্মকর্তা ও শ্রমিক/ কর্মচারীগণ কোম্পানির গৃহ নির্মাণ স্কীমের আওতায় সংশ্লিষ্ট কমিটির সুপারিশক্রমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জমি ক্রয় ও তাহাতে গৃহ নির্মাণ/ ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ সুবিধা পেয়ে থাকে। |
নির্দিষ্ট ফরমে আবেদন করতে হয়। |
কর্মকর্তা ও কর্মচারীরা যথাক্রমে মিউনিসিপ্যাল এলাকার ভিতর ১০.০০ ও ৮.০০ লক্ষ টাকা এবং মিউনিসিপ্যাল এলাকার বাইরে ৮.০০ ও ৬.০০ লক্ষ টাকা ঋণ হিসেবে পেয়ে থাকে। চেকের মাধ্যমে ইহা পরিশোধ করা হয়। |
স্বল্পতম সময়ের মধ্যে। |
|
৭ |
গাড়ী ক্রয় ঋণদান স্কীম |
কর্মকর্তাগণ কোম্পানির গাড়ী ক্রয় ঋণদান স্কীমের আওতায় সংশ্লিষ্ট কমিটির সুপারিশক্রমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে গাড়ী ক্রয়ের জন্য ঋণ সুবিধা পেয়ে থাকে। |
নির্দিষ্ট ফরমে আবেদন করতে হয়। |
গাড়ী ক্রয় ঋণদান স্কীমের আওতায় কর্মকর্তাগণ গ্রেড ভেদে ১০.০০ লক্ষহতে ২০.০০ লক্ষ টাকা ঋণ সুবিধা পেয়ে থাকে। চেকের মাধ্যমে ইহা পরিশোধ করা হয়। |
স্বল্পতম সময়ের মধ্যে। |
মোহাম্মদ ইনাম ইলাহী চৌধুরী জেনারেল ম্যানেজার (এইচআর) মোবাইল ফোন: ০১৭৭৭-৭৭৪৬৯৪ ইমেইল:inammpl@yahoo.com
|
৮ |
মোটর সাইকেল ক্রয় ঋণদান স্কীম |
শ্রমিক/কর্মচারীগণ কোম্পানির মোটর সাইকেল ক্রয় ঋণদান স্কীমের আওতায় সংশ্লিষ্ট কমিটির সুপারিশক্রমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে মোটর সাইকেল ক্রয়ের জন্য ঋণ সুবিধা পেয়ে থাকে।
|
নির্দিষ্ট ফরমে আবেদন করতে হয়। |
মোটর সাইকেল ক্রয় ঋণদান স্কীমের আওতায় শ্রমিক-কর্মচারীগণ ১,২০,০০০ টাকা ঋণ সুবিধা পেয়ে থাকে। চেকের মাধ্যমে ইহা পরিশোধ করা হয়। |
স্বল্পতম সময়ের মধ্যে। |
৩) অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS):
সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তিনি সমাধান দিতে ব্যর্থ হলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।
ক্রমিক নং |
কখন যোগাযোগ করবেন |
কার সঙ্গে যোগাযোগ করবেন |
যোগাযোগের ঠিকানা |
নিষ্পত্তির সময়সীমা |
১ |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে অপারগ হলে |
ফোকাল পয়েন্ট কর্মকর্তা |
মোহাম্মদ ইনাম ইলাহী চৌধুরী জেনারেল ম্যানেজার (এইচআর) মোবাইল ফোন: ০১৭৭৭-৭৭৪ ৬৯৪ ইমেইল: inammpl@yahoo.com
|
(অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী) ৩০ (ত্রিশ) কার্য দিবস |
২ |
ফোকালপয়েন্ট কর্মকর্তা সমাধান দিতে অপারগ হলে |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) |
জনাব মোঃ টিপুসুলতান ম্যানেজিং ডাইরেক্টর মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড মোবাইল ফোন: ০১৭৭৭০-৭৭৪৬৯৩ ইমেইল: md@mpl.gov.bd |
২০ (বিশ)কার্য দিবস |
৩ |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে অপারগ হলে |
আপিল কর্মকর্তা |
জনাব মুহম্মদ আশরাফ হোসেন সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মোবাইল ফোন: ০১৭৫৫-৫৮৭৬২৪ ইমেইল: secretary@bpc.gov.bd |
৬০ (ষাট) কার্য দিবস |